ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৫৯
জবাইয়ের নিয়মাবলি
কী দিয়ে জবাই করা বৈধ
(২২৫৯) কা'ব ইবন মালিক রা. বলেন, একজন মহিলা পাথর দিয়ে একটি ছাগি জবাই করেন। রাসূলুল্লাহ (ﷺ) কে সে বিষয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি সেই ছাগির গোশত ভক্ষণ করার নির্দেশ প্রদান করেন।
كتاب الذبائح
عن كعب بن مالك رضي الله عنه: أن امرأة ذبحت شاة فسئل النبي صلى الله عليه وسلم عن ذلك فأمر بأكلها.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২২৫৯ | মুসলিম বাংলা