ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৭৭
জবাইয়ের নিয়মাবলি
মলভুক প্রাণি ভক্ষণ করা ও তার দুধ পান করা
(২২৭৭) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মলভুক প্রাণি ভক্ষণ করতে এবং তার দুধ পান করতে নিষেধ করেছেন।
كتاب الذبائح
عن ابن عمر رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن أكل الجلالة وألبانها.
tahqiqতাহকীক:তাহকীক চলমান