ফিকহুস সুনান ওয়াল আসার

৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়

হাদীস নং: ২৩১০
কুরবানী ও আকীকা অধ্যায়
কয়দিন পর্যন্ত কুরবানী দেওয়া যাবে
(২৩১০) জুবাইর ইবন মুতয়িম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আইয়ামুত তাশরীক বা কুরবানীর ঈদের পরের তিন দিনের সকল দিনেই কুরবানী করা যাবে।
كتاب الأضحية
عن جبير بن مطعم رضي الله عنه مرفوعا: كل أيام التشريق ذبح
tahqiqতাহকীক:তাহকীক চলমান