ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩২৪
কুরবানী ও আকীকা অধ্যায়
মুসতাহাবরূপে আকীকার নির্দেশ, বালক ও বলিকার আকীকা এবং আকীকার গোশতের ক্ষেত্রে সুন্নত নিয়ম
(২৩২৪) আয়িশা রা. আকীকার বিষয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে আকীকার নির্দেশ প্রদান করেছেন। বালকের পক্ষ থেকে দুইটি সমপর্যায়ের মেষ বা ছাগি এবং বালিকার পক্ষ থেকে একটি মেষ বা ছাগি।
كتاب الأضحية
عن عائشة رضي الله عنها في العقيقة أن رسول الله صلى الله عليه وسلم أمرهم عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة