ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৪৫
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশম ও মিশ্রিত রেশমের কী কী পোশাক বৈধ
(২৩৪৫) আসমা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর জুব্বার (কাপড়ের উপরে পরিধান করার বড় আলখিল্লা জাতীয় পোশাক) বিষয়ে তার থেকে বর্ণিত হয়েছে যে, জুব্বাটি ছিল পারস্যের শাহি শালের তৈরী। জুব্বাটির গলায় রেশমি কিংখাব ছিল এবং হাতাদ্বয়ে রেশমি কিংখাব বা কারুকার্য করা ছিল।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن أسماء رضي الله عنها في جبة النّبي صلى الله عليه وسلم: أنها جبة طيالسة كسروانية لها لبنة ديباج وفرجاها مكفوفان بالديباج.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)