ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৪৭
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
রেশমি কারুকার্য করা পোশাক ও লাল বা হলুদ পোশাক পরিধান
(২৩৪৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন রেশমের তৈরী ডোরাকাটা মিসরীয় কাপড় পরিধান করতে এবং 'উসফুর' অর্থাৎ লাল বা হলদেটে লাল রংে রঞ্জিত পোশাক পরিধান করতে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن لبس القسي والمعصفر.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)