ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৫৮
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
তরবারি বা লাঠির হাতল বা মাথায় স্বর্ণ বা রৌপ্য ব্যবহার
(২৩৫৮) তাবিয়ি উরওয়া বলেন, (তার পিতা) যুবাইর ইবনুল আওয়াম রা.র তরবারি রৌপ্য দ্বারা শোভিত ছিল।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عروة قال: كان سيف الزبير بن العوام محلى بفضة.