ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৬২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
পুরুষের আবরণীয় অঙ্গ (সতর)
(২৩৬২) (রাসূলুল্লাহ (ﷺ) এর শ্যালক) মুহাম্মাদ ইবন জাহ্শ রা. বলেন, মা'মার মসজিদের প্রাঙ্গনে তার উরুর প্রান্ত অনাবৃত করে বসে ছিলেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) সেখান দিয়ে গমন করেন। তিনি বলেন, হে মা’মার, তোমার উরু আবৃত করো, কারণ উরু গুপ্তাঙ্গ ।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن محمد بن جحش رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم مر على معمر بفناء المسجد محتبيا كاشفا عن طرف فخذه فقال له النبي صلى الله عليه وسلم: خمر فخذك يا معمر فإن الفخذ عورة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৬২ | মুসলিম বাংলা