ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৯২
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
ঘুঁটি বা ছক্কা দিয়ে খেলাধুলা
(২৩৯২) বুরাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি খুঁটি বা ছক্কা চালিয়ে নারদশীর বা লুডু (backgammon) খেলা করল, সে যেন শূকরের রক্ত ও মাংস দিয়ে তার হাত রঞ্জিত করল।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن بريدة رضي الله عنه مرفوعا: من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৩৯২ | মুসলিম বাংলা