ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬২
অপরাধ ও সাজার অধ্যায়
ভুল বা অনিচ্ছাকৃত হত্যার পরিচয় ও তার ক্ষতিপূরণ
(২৪৬২) নু'মান ইবন বাশীর রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সব কিছুই অনিচ্ছাকৃত শুধু তরবারি ছাড়া এবং সকল অনিচ্ছাকৃত হত্যাতেই ক্ষতিপূরণ দিতে হবে।
كتاب الجنايات
عن النعمان بن بشير رضي الله عنه مرفوعا: كل شيء خطأ إلا السيف وفي كل خطأ أرش.
tahqiqতাহকীক:তাহকীক চলমান