ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৬৪
অপরাধ ও সাজার অধ্যায়
মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যার জন্য মুসলিমকে মৃত্যুদণ্ড প্রদান
(২৪৬৪) তাবিয়ি আব্দুর রহমান ইবনুল বাইলামানি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট একজন মুসলিমকে আনয়ন করা হয়, যে একজন চুক্তিবদ্ধ যিম্মি বা অমুসলিম নাগরিককে হত্যা করেছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাঠিয়ে দেন এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় । এবং তিনি বলেন, যিম্মা বা অমুসলিম নাগরিকদের নিরাপত্তা রক্ষার চুক্তি পালনের ক্ষেত্রে আমিই অগ্রবর্তী।
كتاب الجنايات
عن عبد الرحمن بن البيلماني أن رسول الله صلى الله عليه وسلم أتي برجل من المسلمين قتل معاهدا من أهل الذمة فقدمه رسول الله صلى الله عليه وسلم فضرب عنقه وقال: أنا أولى من أوفى بذمته.