ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৬৮
অপরাধ ও সাজার অধ্যায়
যুদ্ধের ময়দানে এক মুসলিম অন্য মুসলিমকে মুশরিক ভেবে হত্যা করলে
(২৪৬৮) মাহমুদ ইবন লাবীদ রা. এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন । তার বর্ণনায় অতিরিক্ত রয়েছে: রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দিয়াত বা রক্তমূল্য প্রদানের সিদ্ধান্ত নেন। কিন্তু হুযাইফা রা. তা মুসলিমদের জন্য দান করে দেন। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট হুযাইফা রা.র মর্যাদা আরো বেড়ে যায়।
كتاب الجنايات
عن محمود بن لبيد رضي الله عنه طويلا وزاد فيه: ...فأراد رسول الله صلى الله عليه وسلم أن يديه فتصدق به حذيفة على المسلمين فزاده ذلك عند رسول الله صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:তাহকীক চলমান