ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৭৭
অপরাধ ও সাজার অধ্যায়
প্রায়-ইচ্ছাকৃত হত্যার দিয়াত ও অঙ্গহানি ও অন্যান্য আঘাতের দিয়াত
(২৪৭৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দিয়াতের পরিমাণ ১২,০০০ (রৌপ্যমুদ্রা) নির্ধারণ করেছেন।
كتاب الجنايات
عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه جعل الدية اثني عشر ألفا.
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, রৌপ্যমুদ্রার ওযন ছিল ছয় মিসকালের (এক মিসকাল প্রায় ৫ গ্রাম)। অর্থাৎ খুলাফায়ে রাশিদীনের যুগ থেকে সকল মুসলিম একমত যে, দিরহামের ওযন প্রতি দশ দিরহামে সাত মিসকাল । তবে রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে দশ দিরহামে ছয় মিসকাল ওযনের দিরহামও ছিল । এই প্রকারের দিরহামের ক্ষেত্রে দিয়াতের পরিমাণ ১২,০০০ দিরহাম নির্ধারণ করা হয়, যা সাত মিসকালের দিরহামের হিসেবে ১০,০০০ দিরহামের কাছাকাছি হয়। (১২০০ X ৬ = ৭,২০০ মিসকাল। ১০০০ X ৭ = ৭,০০০ মিসকাল) । বাইহাকি এ ব্যাখ্যা প্রদান করেছেন আল্লাহই ভালো জানেন।