ফিকহুস সুনান ওয়াল আসার

৪০. অপরাধ ও সাজার অধ্যায়

হাদীস নং: ২৪৯৪
অপরাধ ও সাজার অধ্যায়
গর্ভপাত বা ভ্রুণ হত্যার দিয়াত
(২৪৯৪) আবু হুরাইরা রা. বলেন, (বনু লাহইয়ান গোত্রের এক মহিলা অন্য মহিলাকে আঘাত করলে আঘাতপ্রাপ্ত মহিলার গর্ভপাত ঘটে) রাসূলুল্লাহ (ﷺ) গর্ভস্থ শিশুর হত্যার কারণে দিয়াতের দশভাগের একভাগ বা বিশভাগের একভাগ একটি ক্রীতদাস বা দাসী দিয়াত প্রদানের ফায়সালা দেন।
كتاب الجنايات
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قضى في جنين امرأة من بني لحيان بغرة عبد أو أمة.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)