ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৯৮
অপরাধ ও সাজার অধ্যায়
পরস্পরে আঘাত করা
(২৪৯৮) আলী রা. থেকে বর্ণিত, দুইব্যক্তি পরস্পরকে আঘাত করে। তখন তিনি উভয়কেই তার সঙ্গীর দিয়াত প্রদানের বিধান দেন।
كتاب الجنايات
عن علي رضي الله عنه: أن رجلين صدم أحدهما صاحبه فضمن كل واحد منهما صاحبه يعني الدية.