ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫২৯
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
নির্ধারিত অংশের উত্তরাধিকারদের দিয়ে শুরু করা ও অবশিষ্ট অংশ আসাবা'কে দেওয়া
(২৫২৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তরাধিকারের নির্ধারিত অংশসমূহ পাওনাদারদের প্রদান করো। এরপর যা অবশিষ্ট থাকবে তা নিকটতম পুরুষ ব্যক্তির।
كتاب الوصايا و الفرائض
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ألحقوا الفرائض بأهلها فما بقي فهو لأولى رجل ذكر.