ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৫৬৪
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
ভালো কর্মের পথনির্দেশক কর্ম পালনকারীর মতো এবং যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে বিশ্বস্ত হতে হবে
(২৫৬৪) সামুরা ইবন জুনদুব রা. (অথবা আলী রা.**) থেকে (২৫৬৪) বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হল তাকে বিশ্বস্ততা রক্ষার দায়িত্ব দেওয়া হল । কাজেই যদি কারো কাছে পরামর্শ চাওয়া হয় তবে বিষয়টি তার নিজের হলে সে যা করত তা করতে যেন সে পরামর্শ দেয়।
كتاب الإحسان
عن سمرة (أو علي) رضي الله عنهما مرفوعا: المستشار مؤتمن فإذا استُشير فليشر بما هو صانع لنفسه.