ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৩৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৩৮) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর যিকরের চেয়ে উত্তম কোনো কর্মই মানুষ করে নি।
كتاب الذكر و الدعاء
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: ما عمل آدمي عملا أنجى له من عذاب الله من ذكر الله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান