ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৪৮
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ একদিনের মধ্যে ১০০ বার বলে 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' (আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তারই প্রশংসা করছি) তবে তার গোনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমূদ্রের ফেনাতুল্য হয়।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال: سبحان الله وبحمده في يوم مائة مرة خطت خطاياه وإن كانت مثل زبد البحر.