ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৮৭
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
শত্রুর ভয়ে ভীত হলে কী বলবে
(২৬৮৭) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীকে ভয় পেলে বলতেন, 'হে আল্লাহ, আমরা আপনাকে তাদের বক্ষে নিক্ষেপ করছি এবং তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি'।
كتاب الذكر و الدعاء
عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى عليه وسلم كان إذا خاف قوما قال: اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.