আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৩৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর দয়া, পরম ধৈর্য ও ক্রোধ সংবরণ
৩৩। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর খেদমত করেছি। কিন্তু তিনি আমার কোনো ত্রুটিতে কখনো আমাকে লজ্জা দেননি।
أبواب الكتاب
كَرَمُهُ وَكَثْرَةُ احْتِمَالِهِ وَكَظْمُهُ الْغَيْظَ، وشِدَّةُ حَيَائِهِ وعَفْوُهُ وَصَفْحُهُ وجُودُهُ وَسَخَائُهُ
33 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، نَا شَيْبَانُ، نَا مُحَمَّدُ بْنُ عِيسَى يَعْنِي الطَّحَّانَ، نَا ثَابِتٌ، نَا أَنَسٌ، قَالَ: خَدَمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يُعَيِّرْ عَلَيَّ شَيْئًا قَطُّ أَسَأْتُ فِيهِ