আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং: ৫৬৪
আন্তর্জাতিক নং: ৫৯১
- নামাযের ওয়াক্তের বিবরণ
৩৮৪। আসরের পর কাযা বা অনুরূপ কোন নামায আদায় করা।
৫৬৪। মুসাদ্দাদ (রাহঃ) ...... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হে ভাগিনে! নবী (ﷺ) আমার কাছে উপস্থিত থাকার কালে আসরের পরবর্তী দু’রাকআত কখনও ছাড়েননি।
كتاب مواقيت الصلاة
بَابٌ: مَا يُصَلَّى بَعْدَ العَصْرِ مِنَ الفَوَائِتِ وَنَحْوِهَا
591 - حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: أَخْبَرَنِي [ص:122] أَبِي، قَالَتْ عَائِشَةُ: ابْنَ أُخْتِي «مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّجْدَتَيْنِ بَعْدَ العَصْرِ عِنْدِي قَطُّ»