আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭২২
আন্তর্জাতিক নং: ৬১৫৩
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৫৩. কবিতার মাধ্যমে মুশরিকদের নিন্দা করা।
৫৭২২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... বারা' (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) হাসসান (রাযিঃ) কে বললেনঃ তুমি কাফিরদের নিন্দা করো। জিবরাঈল (আলাইহিস সালাম) তোমার সাথে আছেন।
كتاب الأدب
باب هِجَاءِ الْمُشْرِكِينَ
6153 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِحَسَّانَ: " اهْجُهُمْ - أَوْ قَالَ: هَاجِهِمْ - وَجِبْرِيلُ مَعَكَ "