আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৭৪১
আন্তর্জাতিক নং: ৬১৭২
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৫৯. কেউ কাউকে ‘দূর হও’ বলা।
৫৭৪১। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইবনে সা'ঈদকে (অপর বর্ণনায় ইবনে সাইয়্যাদ এসেছে) বললেনঃ আমি তোমার জন্য একটি কথা গোপন রেখেছি, তুমি বলতো, সেটা কি? সে বললঃ ‘দুখ’, তখন তিনি বললেনঃ দূর হও।
كتاب الأدب
باب قَوْلِ الرَّجُلِ لِلرَّجُلِ اخْسَأْ
6172 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، سَمِعْتُ أَبَا رَجَاءٍ، سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَائِدٍ: «قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا، فَمَا هُوَ؟» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৭৪১ | মুসলিম বাংলা