আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭৬২
আন্তর্জাতিক নং: ৬১৯৫
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৭১. নবীদের (আলাইহিমুস সালাম) নামে যারা নাম রাখেন।
৫৭৬২। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আদী ইবনে সাবিত (রাহঃ) বলেন, আমি বারা' (রাযিঃ) কে বলতে শুনেছি যে, যখন ইবরাহীম (রাযিঃ) মারা যান, তখন নবী (ﷺ) বললেনঃ জান্নাতে তার জন্য ধাত্রী থাকবে।
كتاب الأدب
باب مَنْ سَمَّى بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ
6195 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ، قَالَ: لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الجَنَّةِ»