আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭৬৬
আন্তর্জাতিক নং: ৬১৯৯
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৭১. নবীদের (আলাইহিমুস সালাম) নামে যারা নাম রাখেন।
৫৭৬৬। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... যিয়াদ ইবনে ইলাকাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুগীরা ইবনে শু‘বা (রাযিঃ) কে বলতে শুনেছিঃ যে দিন ইবরাহীম (রাযিঃ) মারা যান, সে দিন সূর্যগ্রহণ হয়েছিল।
আবু বাকরা রাযিঃ থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
আবু বাকরা রাযিঃ থেকেও অনুরূপ হাদীস বর্ণিত আছে।
كتاب الأدب
باب مَنْ سَمَّى بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ
6199 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا زِيَادُ بْنُ عِلاَقَةَ، سَمِعْتُ المُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ» رَوَاهُ أَبُو بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ