আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত

হাদীস নং: ৫৮৪৪
আন্তর্জাতিক নং: ৬২৭৯
- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
৩৩২৯. জুমআর নামায শেষে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহণ) করা।
৫৮৪৪। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুমআর নামাযের পরেই কায়লুলা করতাম এবং দুপুরের খাবার খেতাম।
كتاب الاستئذان
باب الْقَائِلَةِ بَعْدَ الْجُمُعَةَ
6279 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي [ص:63] حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «كُنَّا نَقِيلُ وَنَتَغَدَّى بَعْدَ الجُمُعَةِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)