রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৪৯৮
ভূমিকা অধ্যায়
অধ্যায়ঃ ৫৬ অনাহারে থাকা, কৃচ্ছতাপূর্ণ জীবনযাপন করা, অল্প পানাহার, অল্প পোশাক ও অল্প ভোগে পরিতুষ্ট থাকা এবং চাহিদা ত্যাগের ফযীলত।
ওফাতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকে ছিলেন
হাদীছ নং : ৪৯৮

হযরত আবু মূসা আশ'আরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মুল মুমিনীন আয়েশা রাযি. আমাদের সামনে একটি কম্বল ও একটি মোটা লুঙ্গি বের করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু'টি পরিহিত অবস্থায় ইন্তিকাল করেছেন – বুখারী ও মুসলিম ।
مقدمة الامام النووي
56 - باب فضل الجوع وخشونة العيش والاقتصار على القليل من المأكول والمشروب والملبوس وغيرها من حظوظ النفس وترك الشهوات
498 - وعن أَبي موسى الأشعري - رضي الله عنه - قَالَ: أخْرَجَتْ لَنَا عَائِشَةُ رضي الله عنها كِسَاءً وَإزارًا غَلِيظًا، قالَتْ: قُبِضَ رسول الله - صلى الله عليه وسلم - في هَذَيْنِ. متفقٌ عَلَيْهِ. (1)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে দুনিয়া থেকে বিদায়কালে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত পোশাকের বর্ণনা দেওয়া হয়েছে যে, তা ছিল একটি কম্বল ও মোটা লুঙ্গি। এটা যেন তাঁর এক দু'আরই প্রতিফলন। তিনি দু'আ করতেন-
اللهُمَّ أَحْيِنِي مِسْكِينًا, وَأَمِتْنِي مِسْكِينًا, وَاحْشُرْنِي فِي زُمْرَةِ المَسَاكِينِ يَوْمَ القِيَامَةِ
হে আল্লাহ! আমাকে গরীবরূপে জীবিত রাখুন, গরীবরূপে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন গরীবদের দলেই আমার হাশর করুন।

তিনি সারা জীবন গরীব অবস্থায়ই কাটিয়েছেন। খাবার, পোশাক সব ক্ষেত্রেই সাদামাটাভাবে থেকেছেন। ওফাতকালে, যা কিনা তাঁর ইহজীবনের শেষ সময় এবং আল্লাহ তা'আলার সঙ্গে সাক্ষাতের জন্য শুভযাত্রার সূচনা, গরীবানা পোশাকেই থেকেছেন। এভাবে জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের জন্য যুহদের শিক্ষা রেখে গেছেন, যাতে উম্মত গরীবানা অবস্থাকে পসন্দ করে, ঐশ্বর্যের জন্য লালায়িত না থাকে এবং গরীবদের ভালোবাসে, তাদের তুচ্ছ-তাচ্ছিল্য না করে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

দুনিয়ার ভোগ-বিলাসের জন্য লালায়িত হতে নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
রিয়াযুস সালিহীন - হাদীস নং ৪৯৮ | মুসলিম বাংলা