রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৪. পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৭৮২
পোষাক-পরিচ্ছদের বর্ণনা
চতুর্থ ভাগ: পোশাক
পরিচ্ছেদ:১ সাদা পোশাকের উত্তমতা; লাল, সবুজ, হলুদ ও কালো রঙের পোশাক পরার বৈধতা এবং রেশম ছাড়া সুতা, পশম ইত্যাদির তৈরি পোশাক পরার বৈধতা
পরিচ্ছেদ:১ সাদা পোশাকের উত্তমতা; লাল, সবুজ, হলুদ ও কালো রঙের পোশাক পরার বৈধতা এবং রেশম ছাড়া সুতা, পশম ইত্যাদির তৈরি পোশাক পরার বৈধতা
সবুজ রঙের পোশাক পরা
হাদীছ নং: ৭৮২
হযরত আবু রিমছা রিফা'আ আত-তায়মী রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু'টি সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেছি।-আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবু দাউদ: ৪০৬৫; জামে তিরমিযী: ২৮১৩; সুনানে নাসাঈ ৫৩১৯; মুসান্নাফে ইবন আবী শায়বা: ২৫০৭৮; মুসনাদে আহমাদ: ৭১১১; তাবারানী, আল মু'জামুল কাবীর ৭২১: বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৫৮৯৮; শু'আবুল ঈমান: ১৪৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৯১)
হাদীছ নং: ৭৮২
হযরত আবু রিমছা রিফা'আ আত-তায়মী রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু'টি সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেছি।-আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবু দাউদ: ৪০৬৫; জামে তিরমিযী: ২৮১৩; সুনানে নাসাঈ ৫৩১৯; মুসান্নাফে ইবন আবী শায়বা: ২৫০৭৮; মুসনাদে আহমাদ: ৭১১১; তাবারানী, আল মু'জামুল কাবীর ৭২১: বায়হাকী, আস সুনানুল কুবরা: ১৫৮৯৮; শু'আবুল ঈমান: ১৪৩৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৯১)
كتاب اللباس
كتَاب اللّبَاس
باب استحباب الثوب الأبيض، وجواز الأحمر والأخضر والأصفر والأسود، وجوازه من قطن وكتان وشعر وصوف وغيرها إِلاَّ الحرير
باب استحباب الثوب الأبيض، وجواز الأحمر والأخضر والأصفر والأسود، وجوازه من قطن وكتان وشعر وصوف وغيرها إِلاَّ الحرير
782 - وعن أَبي رمْثَة رفَاعَةَ التَّيْمِيِّ - رضي الله عنه - قَالَ: رأيتُ رسولَ الله - صلى الله عليه وسلم - وعليه ثوبانِ أخْضَرَان. رواه أَبُو داود والترمذي بإسناد صحيح. (1)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবু রিমছা রাযি. বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু'টি সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেছেন। অর্থাৎ তাঁর লুঙ্গি ও গায়ের চাদর ছিল সবুজ রঙের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রঙের পোশাকই পরেছেন। কখনও সাদা রঙের পোশাক পরেছেন, কখনও লাল ডোরাযুক্ত কাপড় এবং কখনও সবুজ কাপড়। বোঝা গেল রঙের কোনও বাধ্যবাধকতা নেই। কেবল সম্পূর্ণ লাল রঙের কাপড় সম্পর্কেই কিছু কথা আছে। নয়তো অন্য যে-কোনও রঙের পোশাক নারী-পুরুষ সকলেই পরতে পারে। তবে সাদা রঙের পোশাক সর্বোত্তম। তারপর দ্বিতীয় পর্যায়ে সবুজ রঙের পোশাক। ইবন বাত্তাল রহ. বলেন, সবুজ রঙের কাপড় হবে জান্নাতবাসীদের পোশাক। কাজেই সবুজ রঙের এটা একটা আলাদা বিশেষত্ব। কুরআন মাজীদে জান্নাতবাসীদের সম্পর্কে ইরশাদ হয়েছে-
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ
আর তারা উচ্চ আসনে হেলান দেওয়া অবস্থায় মিহি ও পুরু সবুজ রেশমী কাপড় পরিহিত থাকবে।
( সূরা কাহফ, আয়াত ৩১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সবুজ রঙের পোশাক পরা জায়েয। নারী-পুরুষ সকলেই এটা পরতে পারে।
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ
আর তারা উচ্চ আসনে হেলান দেওয়া অবস্থায় মিহি ও পুরু সবুজ রেশমী কাপড় পরিহিত থাকবে।
( সূরা কাহফ, আয়াত ৩১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সবুজ রঙের পোশাক পরা জায়েয। নারী-পুরুষ সকলেই এটা পরতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)