রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

৫. ঘুমানো ও মজলিসের আদব

হাদীস নং: ৮৩০
ঘুমানো ও মজলিসের আদব
পরিচ্ছেদ:৩ মজলিস ও মজলিসের সঙ্গীদের সম্পর্কিত আদব-কায়দা
শ্রেষ্ঠ মজলিস কোনটি
হাদীছ নং: ৮৩০

হযরত আবূ সা'ঈদ খুদরী রাযি. বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, সেই মজলিস সর্বোত্তম, যা বেশি প্রশস্ত। -আবু দাউদ
(সুনানে আবূ দাউদ: ৪৮২০; মুসনাদুল বাযযার: ৬৪৪৭; তাবারানী, আল মু'জামুল আওসাত: ৮৩৬; হাকিম, আল মুস্তাদরাক: ৭৭০৪; বায়হাকী, শু'আবুল ঈমান: ৭৮৯০; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩৩৩)
كتاب آداب النوم والاضطجاع والقعود والمجلس والجليس والرؤيا
باب في آداب المجلس والجليس
830 - وعن أَبي سعيدٍ الخدريِّ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رسول الله - صلى الله عليه وسلم - يقول: «خَيْرُ المَجَالِسِ أوْسَعُهَا». رواه أَبُو داود بإسنادٍ صحيح عَلَى شرط البخاري. (1)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে প্রশস্ততম মজলিসকে শ্রেষ্ঠ মজলিস বলা হয়েছে। অর্থাৎ যে মজলিসে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে, বসতে গিয়ে গাদাগাদি হয় না, মানুষ আরামের সঙ্গে বসতে পারে, বৈঠক ও আলোচনাসভা হিসেবে সেটাই উত্তম। কাজেই কোনও বৈঠক ও সভা-সেমিনারের আয়োজনকারীর এদিকে লক্ষ রাখা দরকার। বিশেষত যে মজলিসে অংশগ্রহণের জন্য মানুষকে আমন্ত্রণ জানানো হয়, সেখানে যাতে আমন্ত্রিত অতিথিদের ভালোভাবে স্থান সংকুলান হয় তা বিবেচনায় রাখা একান্ত কর্তব্য। কেননা অতিথিকে সম্মান করা শরী'আতের হুকুম। তাদেরকে কষ্ট দেওয়া জায়েয নয়। স্থান সংকুলান না হলে তাদের কষ্ট পাওয়া স্বাভাবিক। হাঁ, সেরকম উপযুক্ত স্থান যদি না পাওয়া যায়, তবে ভিন্ন কথা। সে ক্ষেত্রে আমন্ত্রণও জানানো উচিত স্থানের সংকুলান অনুপাতে।

সভা-সেমিনার, ওয়াজ, দু'আর মাহফিল এবং এ জাতীয় যেসব অনুষ্ঠানে যে-কারও অংশগ্রহণের সাধারণ অনুমতি থাকে, সেখানে আগত ব্যক্তিবর্গেরই লক্ষ রাখা দরকার যাতে কারও আসনগ্রহণ দ্বারা অন্যের কষ্ট না হয়। তাই জায়গা ভরাট হয়ে গেলে সেখানে কারও ঠাসাঠাসি করে বসতে যাওয়া উচিত নয়। হযরত আবু সা'ঈদ খুদরী রাযি. সম্পর্কে বর্ণিত আছে যে, একবার এক মজলিসে তিনি এসে দেখেন জায়গা ভরাট হয়ে গেছে। উপস্থিত লোকজন তাঁকে দেখে চেপে চেপে বসল এবং তাঁর বসার জায়গা করে দিল। কিন্তু তিনি সেখানে বসতে রাজি হলেন না। তিনি বললেন, আমি রাসূলুয়াং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি- إِنَّ خَيْر الْمَجَالِس أوسعها (নিশ্চয়ই সে মজলিসই সর্বোত্তম, যা বেশি প্রশস্ত)। এই বলে তিনি সরে গেলেন এবং উন্মুক্ত স্থানে বসলেন। (হাকিম, আল-মুস্তাদরাক: ৭৭০৫; বায়হাকী, শু'আবুল ঈমান: ৭৮৯১)

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. কোনও মজলিস বা অনুষ্ঠানের আয়োজনকালে লক্ষ রাখা দরকার যাতে উপস্থিত লোকজন স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাতে আসন গ্রহণ করতে পারে।

খ. কোনও মজলিস লোকজন দ্বারা পূর্ণ হয়ে যাওয়ার পর যারা আগমন করবে, সেখানে তাদের ঠাসাঠাসি করে বসতে চাওয়া উচিত নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান