আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯২৪
আন্তর্জাতিক নং: ৬৩৬৪
- দুআ - যিকরের অধ্যায়
৩৩৮০. কবরের আযাব হতে আল্লাহর আশ্রয় চাওয়া।
৫৯২৪। হুমায়দী (রাহঃ) ......... মুসা ইবনে উকবা (রাহঃ) বর্ণনা করেছেন, উম্মে খালিদ বিনতে খালিদ (রাযিঃ) বলেন, –রাবী বলেন যে, এ হাদীস আমি উম্মে খালিদ ব্যতীত নবী (ﷺ) থেকে আর কাউকে বর্ণনা করতে শুনিনি– আমি নবী (ﷺ) কে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে শুনেছি।
كتاب الدعوات
باب التَّعَوُّذِ مِنْ عَذَابِ الْقَبْرِ
6364 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: سَمِعْتُ أُمَّ خَالِدٍ بِنْتَ خَالِدٍ، قَالَ: وَلَمْ أَسْمَعْ أَحَدًا سَمِعَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَعَوَّذُ مِنْ عَذَابِ القَبْرِ»
বর্ণনাকারী: