আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯৬৮
আন্তর্জাতিক নং: ৬৪১০
- দুআ - যিকরের অধ্যায়
৩৪১১. আল্লাহ তাআলার এক কম একশত নাম রয়েছে।
৫৯৬৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহ তাআলার নিরানব্বই টি নাম আছে (এক কম একশ নাম)। যে ব্যক্তি এগুলোর হিফাযত করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বেজোড়। তাই তিনি বেজোড়ই পছন্দ করেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ “মান আহসাহা” অর্থ যে হিফাযত করল।
ইমাম বুখারী (রাহঃ) বলেনঃ “মান আহসাহা” অর্থ যে হিফাযত করল।
كتاب الدعوات
باب لِلَّهِ مِائَةُ اسْمٍ غَيْرَ وَاحِدٍ
6410 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَفِظْنَاهُ مِنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً، قَالَ: «لِلَّهِ تِسْعَةٌ وَتِسْعُونَ اسْمًا، مِائَةٌ إِلَّا وَاحِدًا، لاَ يَحْفَظُهَا أَحَدٌ إِلَّا دَخَلَ الجَنَّةَ، وَهُوَ وَتْرٌ يُحِبُّ الوَتْرَ»