আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬১৭৫
আন্তর্জাতিক নং: ৬৬২৯
- শপথ ও মান্নতের অধ্যায়
২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?
৬১৭৫। মুসা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, কায়সারের (রোমসম্রাট) পতনের পরে আর কোন কায়সার হবে না। আর কিসরার (পারস্যের বাদশাহ) পতনের পর আর কোন কিসরা হবে না। ‘কসম ঐ মহান সত্তার যার হাতে আমার প্রাণ!’ অবশ্যই এদের দু’জনের অগাধ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হবে।
كتاب الأيمان والنذور
باب كَيْفَ كَانَتْ يَمِينُ النَّبِيِّ صلى الله عليه وسلم
6629 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَإِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)