আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৯- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৬২৬৫
আন্তর্জাতিক নং: ৬৭২১
- শপথ ও মান্নতের অধ্যায়
২৭৯০. কসম ভঙ্গ করার পূর্বে এবং পরে কাফফারা আদায় করা।
৬২৬৫। কুতায়বা (রাহঃ) ......... যাহদাম (রাহঃ) থেকে উক্তরূপ বর্ণিত আছে। (পূর্বোক্ত হাদীস)
كتاب الأيمان والنذور
باب الْكَفَّارَةِ قَبْلَ الْحِنْثِ وَبَعْدَهُ
6721 - ......... حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، وَالقَاسِمِ التَّمِيمِيِّ، عَنْ زَهْدَمٍ، بِهَذَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)