আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং: ৬২৯৭
আন্তর্জাতিক নং: ৬৭৫৩
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮০৯. সায়েবার উত্তরাধিকার।
৬২৯৭। কাবীসা ইবনে উকবা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে ইসলাম (মুসলমানগণ) সায়েবা বানায় না। সায়েবা তো বানাত জাহিলী যমানার লোকেরা ।
كتاب الفرائض
باب مِيرَاثِ السَّائِبَةِ
6753 - حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُزَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: «إِنَّ أَهْلَ الإِسْلاَمِ لاَ يُسَيِّبُونَ، وَإِنَّ أَهْلَ الجَاهِلِيَّةِ كَانُوا يُسَيِّبُونَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬২৯৭ | মুসলিম বাংলা