আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং: ৬৩১০
আন্তর্জাতিক নং: ৬৭৬৬ - ৬৭৬৭
- উত্তরাধিকার সংক্রান্ত
২৮১৮. প্রকৃত পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করা।
৬৩১০। মুসাদ্দাদ (রাহঃ) ......... সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্য লোককে পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।
রাবী বলেন, আমি এ কথাটি আবু বাকরা (রাযিঃ) এর কাছে আলোচলা করলাম। তখন তিনি বললেন, আমার কান দু’টি রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথা শুনেছে এবং আমার অন্তর তা সংরক্ষণ করেছে।
كتاب الفرائض
باب مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ ـ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ سَعْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، وَهْوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ، فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ ". فَذَكَرْتُهُ لأَبِي بَكْرَةَ فَقَالَ وَأَنَا سَمِعَتْهُ أُذُنَاىَ، وَوَعَاهُ، قَلْبِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)