আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭১- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৬৩১৬
আন্তর্জাতিক নং: ৬৭৭৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২৮২২. শরাবপায়ীকে প্রহার করা।
৬৩১৬। হাফস ইবনে উমর ও আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) শরাব পান করার ক্ষেত্রে বেত্রাঘাত এবং জুতা মেরেছেন। আর আবু বকর সিদ্দীক (রাযিঃ) চল্লিশটি করে বেত্রাঘাত করেছেন।
كتاب الحدود
باب مَا جَاءَ فِي ضَرْبِ شَارِبِ الْخَمْرِ
6773 - حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ح حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «[ص:158] ضَرَبَ فِي الخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ، وَجَلَدَ أَبُو بَكْرٍ أَرْبَعِينَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)