আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ

হাদীস নং: ৬৩৫৬
আন্তর্জাতিক নং: ৬৮১২
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৪০. বিবাহিতকে রজম করা।
হাসান (রাহঃ) বলেন, যে স্বীয় বোনের সাথে যিনা করে, তার উপর যিনার হদ প্রয়োগ হবে।
৬৩৫৬। আদম (রাহঃ) ......... শা'বী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আলী (রাযিঃ) জুম’আর দিন জনৈকা মহিলাকে যখন রজম করেন তখন বলেন, আমি তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নত অনুযায়ী রজম করলাম।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب رَجْمِ الْمُحْصَنِ وَقَالَ الْحَسَنُ مَنْ زَنَى بِأُخْتِهِ حَدُّهُ حَدُّ الزَّانِي
6812 - حَدَّثَنَا آدَمُ [ص:165]، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ حِينَ رَجَمَ المَرْأَةَ يَوْمَ الجُمُعَةِ، وَقَالَ: «قَدْ رَجَمْتُهَا بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)