মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১২৪৮১
ইলমের অধ্যায়
(১) পরিচ্ছেদঃ ইলম ও উলামার ফযীলত বা মর্যাদা প্রসঙ্গে
(৫) আনাস ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত, একবার ইয়ামেনবাসী কিছুসংখ্যক লোক রাসূল (ﷺ)-এর সমীপে আগমন করেন এবং রাসূল (ﷺ)-কে বলেন যে, আমাদের সাথে এমন একজনকে প্রেরণ করুন, যিনি আমাদেরকে (দীনের যাবতীয় বিষয়) শিক্ষা প্রদান করতে পারেন। তখন রাসূল (ﷺ) আবূ উবায়দা ইবনুল জাররাহ (রা)-এর হাত ধরলেন এবং তাঁকেই তাদের সাথে প্রেরণ করলেন; আর বললেন, ইনি হচ্ছেন এই উম্মতের আমীন বা আমানতদার ।
كتاب العلم
(1) باب فضل العلم والعلماء
(5) وعن أنس بن مالك رضي الله عنه أن أهل اليمن قدموا على رسول
الله صلى الله عليه وسلم فقالوا ابعث معنا رجلا يعلمنا فأخذ بيد أبي عبيدة بن الجراح رضي الله عنه فأرسله معهم فقال هذا أمين هذه الأمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান