আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ

হাদীস নং: ৬৩৬১
আন্তর্জাতিক নং: ৬৮১৮
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৪২. ব্যভিচারীর জন্য পাথর।
৬৩৬১। আদম (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, বিছানা যার, সন্তান তার। আর ব্যভিচারীর জন্য প্রস্তরাঘাত।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب لِلْعَاهِرِ الْحَجَرُ
6818 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الحَجَرُ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬৩৬১ | মুসলিম বাংলা