মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ২০
আন্তর্জাতিক নং: ২১৩৬১
ইলমের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ ইল্ম শিক্ষা দানে উৎসাহ প্রদান এবং শিক্ষকের সম্মান প্রসঙ্গে
(২০) আবূ যর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মাদ (ﷺ) আমাদেরকে এমন অবস্থায় রেখে গিয়েছেন যে, আকাশে কোন পাখি পাখা নাড়াচাড়া করলে তার সম্বন্ধেও কিছু জ্ঞান দান করেছেন (অর্থাৎ আল্লাহর রাসূল (ﷺ) আমাদের) জীবন চলার পথের প্রয়োজনীয় যাবতীয় শিক্ষা তাঁর ওফাতের পূর্বে সম্পন্ন করে গিয়েছেন। কোন কিছুই বাদ রাখেন নি।)
كتاب العلم
(3) باب الحث على تعليم العلم واداب المعلم
(20) وعن أبي ذر رضى الله عنه قال لقد تركنا محم صلى الله عليه وسلم وما يحرك طائر جناحيه فى السماء إلا أذكرنا منه علما