মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৫. কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা

হাদীস নং: ২০
আন্তর্জাতিক নং: ২৩২৯০
কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা
অনুচ্ছেদঃ নবী (ﷺ)-এর পর দীনি বিষয়ে পরিবর্তন বা নব-উদ্ভাবনের শাস্তি প্রসঙ্গে
(২০) হুযাইফা ইবনুল ইয়ামান (রা)-ও রাসূলুল্লাহ (ﷺ) থেকে এরূপ আরেকটি হাদীস বর্ণনা করেছেন ।
كتاب الاعتصام بالكتاب والسنة
فصل منه في وعيد من بدل أو أحدث بعد النبي صلى الله عليه وآله وسلم
(20) وعن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم وآله وسلم مثله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান