মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৫. কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
হাদীস নং: ২৪
আন্তর্জাতিক নং: ৮৩৪০
কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
(৪) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ “তোমরা পূর্ববর্তী জাতিগণের সুন্নত অনুসরণ করবে”
(২৪) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনিও নবী (ﷺ) থেকে অনুরূপ আরেকটি হাদীস বর্ণনা করেছেন। উক্ত হাদীসের শেষের বাক্যগুলোর সামান্য ব্যতিক্রম নিম্নরূপঃ তোমরা বিঘতে বিঘতে, হাতে হাতে এবং বাজুতে বাজুতে তাদের অনুসরণ করবে। এমনকি যদি তাদের কেউ সান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও সেখানে প্রবেশ করবে। সাহাবীগণ প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল! তারা কারা? তারা কি পূর্ববর্তী কিতাবের অনুসারীগণ? তিনি বলেন, তাহলে আর কারা?
كتاب الاعتصام بالكتاب والسنة
(4) باب في قوله صلى الله عليه وآله وسلم لتتبعن سنن الذين من قبلكم
(24) عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله وفيه بعد قوله وذراعا بذراع قال وباعا فباعا حتى لو دخلوا جحر ضب لدخلتموه قالوا ومن هم يا رسول أهل الكتاب؟ قال فمن