আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭২- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ

হাদীস নং: ৬৩৮৫
আন্তর্জাতিক নং: ৬৮৪৯
- কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ
২৮৬২. শাস্তি ও শাসনের পরিমাণ কতটুকু।
৬৩৮৫। আমর ইবনে আলী (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে জাবির (রাঃ) থেকে বর্ণিত, তিনি এমন একজন থেকে বর্ণনা করেন যিনি নবী (ﷺ) কে বলতে শুনেছেন যে, আল্লাহর নির্ধারিত হদসমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে দশ প্রহারের বেশী কোন শাস্তি নেই।
كتاب المحاربين من اهل الكفر والردة
باب كَمِ التَّعْزِيرُ وَالأَدَبُ
6849 - حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ جَابِرٍ، عَمَّنْ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ عُقُوبَةَ فَوْقَ عَشْرِ ضَرَبَاتٍ إِلَّا فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)