আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৩- রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৪০৭
আন্তর্জাতিক নং: ৬৮৭৩
- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
২৮৬৭. আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন গোটা মানব জাতির প্রাণ রক্ষা করল (৫ঃ ৩২)।
৬৪০৭। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... উবাদা ইবনে সামিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ঐ নির্বাচিত নেতাদের একজন ছিলাম, যারা রাসূলুল্লাহ (ﷺ) এর হাতে বায়আত করেছিলেন। আমরা তার হাতে এ শর্তে বায়আত করেছি যে, আমরা আল্লাহর সাথে কিছুকেও শরীক করব না, যিনা করব না, চুরি করব না, এমন প্রাণ সংহার করব না যা আল্লাহ হারাম করেছেন, আমরা লুন্ঠন করব না ও নাফরমানী করব না। যদি আমরা ওগুলো যথাযথ পালন করি, তবে জান্নাত লাভ হবে। আর যদি এগুলোর মধ্য থেকে কোন একটা করে ফেলি, তাহলে তার ফায়সালা আল্লাহর কাছে সমর্পিত।
كتاب الديات
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَمَنْ أَحْيَاهَا} [المائدة: 32]
6873 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ أَبِي الخَيْرِ، عَنْ الصُّنَابِحِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «إِنِّي مِنَ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَايَعْنَاهُ عَلَى أَنْ لاَ نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلاَ نَسْرِقَ، وَلاَ نَزْنِيَ، وَلاَ نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَلاَ نَنْتَهِبَ، وَلاَ نَعْصِيَ، بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ، فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا، كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)