আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭৩- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৪২২
আন্তর্জাতিক নং: ৬৮৮৯
- রক্তপণ সংক্রান্ত অধ্যায়
২৮৮০. হাকিমের কাছে মোকাদ্দমা দায়ের করা ব্যতীত আপন অধিকার আদায় করে নেয়া বা কিসাস গ্রহণ করা।
৬৪২২। মুসাদ্দাদ (রাহঃ) ......... হুমায়দ (রাহঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী (ﷺ) এর ঘরে উঁকি মারল। নবী (ﷺ) তার প্রতি চাকু নিক্ষেপের প্রস্তুতি নিলেন।
আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে (এ হাদীস) কে বর্ণনা করেছেন? তিনি বললেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)।
আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে (এ হাদীস) কে বর্ণনা করেছেন? তিনি বললেন, আনাস ইবনে মালিক (রাযিঃ)।
كتاب الديات
بَابُ مَنْ أَخَذَ حَقَّهُ أَوِ اقْتَصَّ دُونَ السُّلْطَانِ
6889 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ: أَنَّ رَجُلًا اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا» فَقُلْتُ: مَنْ حَدَّثَكَ؟ قَالَ: أَنَسُ بْنُ مَالِكٍ