আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৫- বল-প্রয়োগে বাধ্য করা

হাদীস নং: ৬৪৭৩
আন্তর্জাতিক নং: ৬৯৪২
- বল-প্রয়োগে বাধ্য করা
২৯০৭. যে ব্যক্তি কুফরি কবুল করার পরিবর্তে দৈহিক নির্যাতন, নিহত ও লাঞ্ছিত হওয়াকে অগ্রাধিকার দেয়।
৬৪৭৩। সাঈদ ইবনে সুলাইমান (রাহঃ) ......... কায়স (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাঈদ ইবনে যায়দ (রাযিঃ) কে বলতে শুনেছি যে, আমি মনে করি উমর (রাযিঃ) এর কঠোরতা আমাকে ইসলামের উপর অনড় করে দিয়েছে। তোমরা উসমান (রাযিঃ) এর সাথে যা করেছ, তাতে যদি উহুদ পাহাড় ফেটে যেত তাহলে তা সঙ্গতই হত।
كتاب الإكراه
بَابُ مَنِ اخْتَارَ الضَّرْبَ وَالقَتْلَ وَالهَوَانَ عَلَى الكُفْرِ
6942 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ إِسْمَاعِيلَ، سَمِعْتُ قَيْسًا، سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدٍ، يَقُولُ: «لَقَدْ رَأَيْتُنِي وَإِنَّ عُمَرَ مُوثِقِي عَلَى الإِسْلاَمِ، وَلَوْ انْقَضَّ أُحُدٌ مِمَّا فَعَلْتُمْ بِعُثْمَانَ، كَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)