আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৮- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ

হাদীস নং: ৬৫৮৭
আন্তর্জাতিক নং: ৭০৬৬ - ৭০৬৭
- কিয়ামত ও ফিতনাসমূহের বিবরণ
২৯৮১. ফিতনার প্রকাশ।
৬৫৮৭। মুহাম্মাদ (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, —আমার ধারণা, তিনি হাদীসটি নবী (ﷺ) থেকে মারফু হিসাবে বর্ণনা করেছেন— তিনি বলেন, কিয়ামতের পূর্বে হারজ অর্থাৎ হত্যার যুগ শুরু হবে। তখন ইলম বিলুপ্ত হয়ে যাবে এবং মূর্খতা মাথাচাড়া দিয়ে উঠবে। আবু মুসা (রাযিঃ) বলেনঃ হাবশী ভাষায় হারজ অর্থ (মানুষ) হত্যা।
আবু আওয়ানা তাঁর বর্ণনাসূত্রে আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণনা করতে গিয়ে বলেন যে, তিনি আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেন, নবী (ﷺ) যে যুগকে ‘হারজ’ এর যুগ বলে আখ্যায়িত করেছিলেন, সে যুগ সম্পর্কে আপনি কিছু জানেন কি? এর উত্তরে তিনি পূর্বোক্ত হাদীসটি বর্ণনা করেন। ইবনে মাসউদ (রাযিঃ) বলেনঃ আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, কিয়ামত যাদের জীবদ্দশায় কায়েম হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক।
كتاب الفتن
باب ظُهُورِ الْفِتَنِ
7066 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَأَحْسِبُهُ رَفَعَهُ، قَالَ: «بَيْنَ يَدَيِ السَّاعَةِ أَيَّامُ الهَرْجِ [ص:49]، يَزُولُ فِيهَا العِلْمُ وَيَظْهَرُ فِيهَا الجَهْلُ» قَالَ أَبُو مُوسَى: " وَالهَرْجُ: القَتْلُ بِلِسَانِ الحَبَشَةِ "
7067 - وَقَالَ أَبُو عَوَانَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الأَشْعَرِيِّ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ: تَعْلَمُ الأَيَّامَ الَّتِي ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَّامَ الهَرْجِ؟ نَحْوَهُ. قَالَ ابْنُ مَسْعُودٍ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكْهُمُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)