আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭৯- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়

হাদীস নং: ৬৬৭৮
আন্তর্জাতিক নং: ৭১৬৫
- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
৩০২২. যে ব্যক্তি মসজিদে বসে বিচার করে ও লিআন** করে।
উমর (রাযিঃ) রাসূলূল্লাহ (ﷺ) এর মিম্বরের সন্নিকটে লিআন করিয়েছেন।
মারওয়ান যায়দ ইবনে সাবিত (রাযিঃ) এর উপর রাসূলূল্লাহ (ﷺ) এর মিম্বরের কাছে কসম করার রায় দিয়েছিলেন।
শুরায়হ্ (রাহঃ), শাবী (রাহঃ) ও ইয়াহয়া ইবনে ইয়ামার (রাহঃ) মসজিদে বিচার করেছেন।
হাসান ও যুরারাহ্ ইবনে আওফা (রাহঃ) মসজিদের বাইরের চত্বরে বিচার করতেন।

** স্বামী বা স্ত্রীর একে অপরের প্রতি যিনার অভিযোগ উত্থাপন করলে শরীয়তসম্মত বিধান মুতাবিক উভয়কে যে কসম করানো হয় তাকে 'লিআন' বলে ।
৬৬৭৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, আমি দু’জন (স্বামী-স্ত্রী) লিআনকারীকে প্রত্যক্ষ করেছি, তাদের বিবাহ বন্ধন ছিন্ন করে দেওয়া হয়েছিল। তখন আমার বয়স ছিল পনের বছর।
كتاب الأحكام
بَابُ مَنْ قَضَى وَلاَعَنَ فِي المَسْجِدِ وَلاَعَنَ عُمَرُ عِنْدَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَضَى شُرَيْحٌ، وَالشَّعْبِيُّ، وَيَحْيَى بْنُ يَعْمَرَ فِي المَسْجِدِ وَقَضَى مَرْوَانُ عَلَى زَيْدِ بْنِ ثَابِتٍ بِاليَمِينِ عِنْدَ المِنْبَرِ وَكَانَ الحَسَنُ، وَزُرَارَةُ بْنُ أَوْفَى، يَقْضِيَانِ فِي الرَّحَبَةِ خَارِجًا مِنَ المَسْجِدِ
7165 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ: عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: «شَهِدْتُ المُتَلاَعِنَيْنِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، وَفُرِّقَ بَيْنَهُمَا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬৬৭৮ | মুসলিম বাংলা