আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭১১
আন্তর্জাতিক নং: ৭৪৭
- আযান-ইকামতের অধ্যায়
৪৮৩. নামাযে ইমামের দিকে তাকানো।
৭১১। হাজ্জাজ (রাহঃ) ......... বারা’ (রাযিঃ) থেকে বর্ণিত, –আর তার সত্যবাদিতার উপর আমরা পূর্ণ আস্থাশীল– তাঁরা যখন নবী (ﷺ) এর সঙ্গে নামায আদায় করতেন, তখন রুকূ’ থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দেখতেন যে, নবী (ﷺ) সিজদায় গেছেন।
كتاب الأذان
باب رَفْعِ الْبَصَرِ إِلَى الإِمَامِ فِي الصَّلاَةِ
747 - حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَنْبَأَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ، يَخْطُبُ قَالَ: حَدَّثَنَا البَرَاءُ - وَكَانَ غَيْرَ كَذُوبٍ - أَنَّهُمْ كَانُوا «إِذَا صَلَّوْا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَامُوا قِيَامًا حَتَّى يَرَوْنَهُ قَدْ سَجَدَ»